সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বলৎকারের ঘটনায় অভিযুক্ত একজনসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) নেতৃত্বে উপজেলার ফতেপুর(হরিপুর) ইউনিয়নের হেমু ভেলুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বলৎকারের ঘটনায় দায়ের করা মামলার আসামীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
বলৎকারের ঘটনায় আটক ব্যক্তি হেমু ভেলুপাড়া গ্রামের মানিক মিয়া উরফে মানিক ড্রাইভারের ছেলে আইয়ুব আলী (২৫)। অপরদিকে থানা পুলিশ শনিবার (৯ অক্টোবর) রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরির মামলা সহ বিভিন্ন মামলার ৪ আসামীকে আটক করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, আটকের বিষয় নিশ্চিত করে জানান বৎলকারের ঘটনায় ভিটটিমের পরিবার মামলা দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।