প্রেসরিলিজ: ১২:০৩ পূর্বাহ্ণ, ০৫ আগস্ট ২০২২ ৬৪ বার পঠিত
চলমান ভয়াবহ দুর্যোগ, বালা-মসিবত, বিপদাপদ থেকে মুক্তির জন্য সিলেটের গোয়াইনঘাটে আজ শুক্রবার ইসলাহ শীর্ষক নাসিহা মাহফিলের আয়োজন করেছে নাসিহা ফাউন্ডেশন।
জাতীয় ইমাম সমিতি ডৌবাড়ী ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মিছবাহুল উলূম ঘোড়াইল মাদরাসা মাঠে বাদ জুমা শুরু হবে মাহফিলটি। এতে গুরুত্ব নাসিহা পেশ করবেন জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস শায়খ আহমদ আলী চিল্লার হুজুর।
এতে স্থানীয় সকলকে উপস্থিত হয়ে ফায়দা অর্জন করার জন্য আহবান জানিয়েছেন নাসিহা ফাউন্ডেশন’র স্বপ্নদ্রষ্টা মুফতি শাইখ হাবিব নূহ এবং ফাউন্ডেশন’র অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকু।