জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক রাত ২টায় (স্থানীয় সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। যা অপূরনীয়।