আজ শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটে স্বস্তির ২য় দিন: ৩২জন সুস্থ মৃত্যু নেই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১, ০১:০৮ অপরাহ্ণ
সিলেটে স্বস্তির ২য় দিন: ৩২জন সুস্থ মৃত্যু নেই
শেয়ার করুন/Share it

সিলেট বিভাগে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মাত্র একজন। বিভাগটিতে করোনা শনাক্তের হার ছিল শুন্যের কোটায়।

আজ বৃহস্পতিবার সিলেটে করোনায় স্বস্তির দিন অতিবাহিত হচ্ছে। ২৪ ঘন্টায় মৃত্যুহীন দিন পার করল সিলেট। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৬ জন কোভিড-১৯ রোগী।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২.২৯ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১.৬৫ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে ৭.৯৪ এবং মৌলভীবাজারে ৩.৭০ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ১০ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬৮৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৮৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১৯ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১২ জন সিলেট জেলার হাসপাতালে এবং ১ জন হবিগঞ্জ জেলার হাসপাতালে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:  'নির্বাচন সামনে রেখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে সরকার'

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৩৬৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১১ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ২৩৬ জন সুস্থ হয়েছেন।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১