আজ সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১, ০২:৫২ অপরাহ্ণ
পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা
শেয়ার করুন/Share it

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে শ্রীমঙ্গল টি হ্যাভেন রির্সোটের কনফারেন্স হলে উই মিন গ্রীণ ফাউন্ডেশন এর উদ্যোগে ও শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সার্বিক সহযোগীতায় আয়োজিত এ মতবিনিময় সভায় অনলাইনে সভাপতিত্ব করেন উই মিন গ্রীণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক রেজা চৌধুরী।

 

মৌলভীবাজার কেবল সিস্টেম এর পরিচালক ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ ও একাত্তর টেলিভিশনের সিনিয়র রির্পোটার ফারহানা রহমান এর সঞ্চালনায় এ সময় শ্রীমঙ্গলের পর্যটন শিল্প নিয়ে বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মো: মোসা, বিএম এ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসোর্ট এর চেয়ারম্যান সেলিম আহমদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, পর্যটন সেবা সংস্থার সদস্য এসকে দাশ সুমন, লাউয়াছড়া রক্ষা আন্দোলনের আহব্বায়ক প্রভাষক জলি পাল, পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামছুল হক প্রমূখ।

এ ছাড়াও সভায় শ্রীমঙ্গল উপজেলার অর্ধশতাধিক হোটেল রির্সোটের মালিক, পরিবহন ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও ট্যুর গাইডসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সম্ভাবনাময় পর্যটন শিল্পের সমস্যা গুলো তুলে ধরেন। বিশেষ করে নি:শেষ হয়ে যাওয়া প্রকৃতিকে রক্ষায় সরকার ও স্থানীয়দের যৌথ উদ্যোগের প্রয়োজনীতার বিষয়টি গরুত্বসহকারে উঠে আসে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  শ্রীমঙ্গলে নৌকার ভানু লাল বিজয়ী
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০