আজ সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে লকডাউনের মাঝে ছিনতাই, জনতার হাতে ধরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ
সিলেটে লকডাউনের মাঝে ছিনতাই, জনতার হাতে ধরা

আটক ছিনতাইকারী শুয়েব আহমদ।

শেয়ার করুন/Share it

কঠোর লকডাউনের মাঝে সিলেট নগরের ক্বীনব্রিজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এক ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন জনতা।

আটক ছিনতাইকারীর নাম শুয়েব আহমদ।

শনিবার (০৩ জুলাই) বিকেল ৪টার দিকে সুরমা মার্কেটের সামনে ক্বীনব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সাগর নামে এক কিশোর নগরীর দক্ষিণ সুরমা থেকে ক্বীনব্রীজ পায়ে হেঁটে পার হচ্ছিলেন এসময় তার পিছু নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। ক্বীনব্রীজের উত্তর অংশে সুরমা মার্কেটের সামনে আসা মাত্র ছিনতাইকারীরা সাগরকে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও তার সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী সাগরের চিৎকার শুনে সাধারণ মানুষ এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

তাৎক্ষনিক কোতোয়ালি থানা পুলিশের টহলকারী একটি টিম ঘটনাস্থলে থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারী শুয়েব আহমদদ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাবীছড়া গ্রামের রব আহমদের ছেলে। সে নগরীর শামিমাবাদ এলাকার ৫নং রোডে একটি কলোনীতে বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, এর আগেও শুয়েবকে ছিনতাইয়ের ঘটনায় আটক করা গ্রেফতার করা হয়েছে।

সিলেটের বার্তা ডেস্ক


শেয়ার করুন/Share it
আরও পড়ুন:  রেড ক্রিসেন্ট মানবসেবায় অনন্য দৃষ্টান্ত রাখছে: এমপি হাবিব
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০