সিলেটের ওসমানীনগর থেকে সুফিয়ান আহমদ নেপুর (৩৮) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত নেপুর ওসমানীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইরশাদ আহমদের ছেলে।
আজ রবিবার ( ২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিমপুর থেকে তাকে আটক করে র্যাব-৯।
এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট করা জব্দ করা হয়েছে।
তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।