আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫১

কোম্পানীগঞ্জে যুবক খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০২:২৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে যুবক খুন

নিহত ইন্তাজ আলী

সিলেটের কোম্পানীগঞ্জে ছুরিকাঘাতে ইন্তাজ আলী (৪৫) নামের এক যুবককে খুন করেছেন দুর্বৃত্তরা।

নিহত ইন্তাজ আলী উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে হামলাকারীকে শনাক্তের চেষ্টা করছি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের প্রেরণ করা হবে।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক সমস্যা নিরসন করে স্থানীয় মুরব্বিদের সালিশ বিচার শেষে ফেরার পথে সকাল ১১টায় এক যুবক ইন্তাজ আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন:  মৌলভীবাজারে ঝুঁকিতে শত কোটি টাকার নতুন সেতু, বন্যা প্রতিরক্ষা বাঁধ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০