সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের সংঘর্ষে নিথর সাত তাজা প্রাণ।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির মুখপাত্র বি এম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেটের বার্তাকে বলেন এনা-লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছেন।
নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় প্রায় অর্থশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬, সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১
লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার সময় গাড়ির চালক ওভারটেক করছিলেন।কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি।
সুমন নামে আরেকজন জানান, গাড়িতে যাত্রী ছিলেন ২৮জন। তাদের সবাই আহত হয়েছেন।
এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি,মো.মনিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ রয়েছে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি কুপাত আলী সরকার বলেন, ঘটনাস্থল থেকে আমরা এসে ১০জনকে উদ্ধার করেছি,তারমধ্যে ৭জন নিহত রয়েছেন।