মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মহানগরীর ২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা রসময় মেমোরিয়াল হাই স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ গৌসুল আলম গেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ আহমদ লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য ,বিশেষ আলোচক মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আমিনুল হক আহাদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল মহসিন চৌধুরী মাসুদ। আলোচনায় অংশগ্রহণ করেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর আহমদ, সহ সভাপতি পান্না লাল রায়,শ্যামল চৌধুরী।
তাছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সহ সভাপতি সিরাজুল ইসলাম, চিন্ময় চৌধুরী, রথি মোদক, উত্তম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল আল আলম, অপূর্ব কুমার দাস, শেখ রফিকুল ইসলাম, অরিজিৎ রায় রাকু, মুন্না আহমদ, নাথুরাম বণিক, ভুবন শংকর দাস, শপন মোদক, গৌতম রায়, দিলীপ কুমার মোদক, মোঃ আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
সভাপতির বক্তব্যের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।