
মহান ভাষা আন্দোলনে আত্মোৎস্বর্গকারী বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেট নগরীর রায়নগরে অবস্থিত মারকাযুুল কোরআনে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করে প্রতিষ্ঠানটি।
রবিবার বাদ যোহর মারকায ক্যাম্পাসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই আল-হাদী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াসড়ক মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা মুছাদ্দিক আহমদ,মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, মাস্টার মুহসিন উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সজ্জাদ হোসাইন রুমন, হাফিজ মুহাফিজুল ইসলাম সাকিব,হাফিজ ইউসুফ আল-আযাদ,মুজাক্কির হোসাইন, হাফিজ আব্দুল্লাহ আল-নাঈম, হাফিজ হোসাইন আহমদ তালুকদার,আব্দুল্লাহ আল-মামুন, সাইদ আহমদ,শেখ হাসান উদ্দিন, সাজিদুর রহমান মিলন, তাসলিম উদ্দিন তালুকদার, হাসান আহমদ প্রমুখ।