সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট জেলা প্রশাসন, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট সিটি করপোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, সম্মিলিত নাট্য পরিষদসহ নানা শ্রেণি ও পেশার মানুষজন।
সকালে নগরে প্রভাত ফেরি, পরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন, আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।