আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২৮

মহানগর আ.লীগের উপদেষ্টা আকবর আলীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:১৭ অপরাহ্ণ

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্ট মণ্ডলীর সদস্য আলহাজ্ব আকবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

আজ শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন-মরহুম আলহাজ্ব আকবর আলী আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গঁবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তিনি ছিলেন অবিচল। দল ও সংগঠনের প্রতি তাঁর কর্তব্য ও ত্যাগের রাজনীতি স্মৃতিতে বহুদিন শ্রদ্ধার আসনে থাকবে।

উল্লেখ্য যে,মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০টায় বরইকান্দি কাজীরখলা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:  আরিফের লন্ডন মিশন সফল না ব্যর্থ, নির্বাচনের সিদ্ধান্ত দেশে ফিরে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০