আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:২৯

সিলেটে আক্রান্তের চেয়ে দ্বিগুন সুস্থ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১, ০২:০৫ অপরাহ্ণ
সিলেটে আক্রান্তের চেয়ে দ্বিগুন সুস্থ

সিলেটে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে উঠছেন দ্বিগুন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ১০ জন কোভিড-১৯ রোগী।

তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান নি কোনো রোগী।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১০জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৬ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়াও মৌলভীবাজারে আরও ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৭১৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৬ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত রোগী এবং করোনায় মৃত্যুবরণ করেছেন ২৭৮ জন।

আরও পড়ুন:  রায়হান হত্যা : পিবিআই'র হাতে ছিনতাইয়ের অভিযোগকারী আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১