সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকার খাদিমপাড়া থেকে ৫২ পিস ইয়াবাসহ গোলাপগঞ্জের রিপন (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৯।
আটককৃত রিপন উপজেলার রনিকাইল গ্রামের আছির আলীর ছেলে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি আফসান আল আলম।
তিনি জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।