আজ বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৮

সিলেটে চা বাগানে মদের ব্যবসা, ১৭ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২১, ০১:২২ অপরাহ্ণ
সিলেটে চা বাগানে মদের ব্যবসা, ১৭ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে চা বাগানের ভেতরে মদের ব্যবসা চলছে এমন সংবাদ পেয়ে এয়াপোর্ট থানা এলাকার লাক্কাতুরা চা বাগানে সাড়াশি অভিযান পরিচালনা করে র‌্যাব-৯’র সদস্যরা।

এসময় চোলাই মদের চালানসহ ১৭ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃতরা হলেন-কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার মৃত শহিদুল হকের ছেলে বশীর আহম্মদ (৪২), কানিশাইল এলাকার ১৮২ নং বাসার মৃত আলী মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৫০), মজুমদারপাড়ার ২০নং বাসার মৃত আব্দুল করিমের ছেলে জালালউদ্দিন (৪৫),পাঠানটুলা এলাকার মোহনা ১৪২নং বাসার মনতাজ মিয়ার ছেলে কবির আহম্মদ (৩২), নাজিরগাও এলাকার মৃত মনফর উদ্দিনের ছেলে কয়েছ আহম্মদ (২৮), আখালিয়া যুগিরপাড়ার মৃত মোনাফর আলীর ছেলে আব্দুলমান্নান (৩৮), শাহপরাণ থানাধীন বহর নয়াগাঁও গ্রামের বিবেকানন্দ নাথের ছেলে শাওন দেবনাথ (২৬),বিশ্বনাথের বাবুনগর গ্রামের রতিস চন্দ্র দাসের ছেলে মনি কিশোর দাস (২৯), একই থানাধীন বাওনপুর গ্রামের আব্দুর রউফের পুত্র মুকিতুর রহমান (২৫), একই থানাধীন এলিমপুর গ্রামের মৃত সাধন চন্দ্র দাসের ছেলে টিটু দাস (২৬), সুনামগঞ্জের দিরাই থানাধীন মজলিসপুর গ্রামের মৃত সুভাষ দাসের ছেলে সুবীর দাস (৩২), নেত্রকোনার খালিয়াজুরি থানাধীন বাঘাটিয়া গ্রামের মৃত বিহারী লাল চৌধুরী ছেলে বিউটন চৌধুরী (৪০), দিরাই থানাধীন হারনপুর গ্রামের মৃত মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে মৃদুল কান্তি দাস, বানিয়াচং থানাধীন নজিপুর গ্রামের সৈলেন্দ্র কুমার দাসের ছেলে সুবেন্দ্র দাস (৩০), দিরাই থানাধীন কুচিরগাঁও গ্রামের গেনেন্দ দাসের ছেলে সঞ্জয় দাস (৩২), জালালাবাদ থানাধীন ৪৯ লন্ডনী রোডের দুলাল মিয়ার ছেলে আলমগীর (৩৩) ও হবিগঞ্জ সদর থানাধীন সুলতানশি গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৪)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি আফসান-আল-আলম। তিনি সিলেটের বার্তাকে বলেন, গোপন তথ্য পেয়ে র‌্যাব লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৭জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় ৩৪ লিটার চোলাই মদ জব্দ করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন:  চিকিৎসক সংকটে শামসুদ্দিন হাসপাতাল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০