সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ যেনো ইয়াবা-মাদকের নিরাপদ রুট হয়ে উঠেছে। প্রতিদিনই উদ্ধার হচ্ছে মাদকের চালান।
গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)রাতে র্যাবের অভিযানে আটক করা
হয় ইয়াবার বড় চালান। এসময় পেশাদার দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১হাজার ৮৫০পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পিরোজপুর এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে আব্দুল হক (৩৮) ও পিরোজপুরের মকরম আলীর ছেলে আব্দুস ছামাদ (২৮)।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯’র অতি. পুলিশ সুপার মো.সামিউল আলমের নেতৃত্বে জকিগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের চালানসহ তাদের গ্রেফতার করা হয় ।
শুক্রবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলম।পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জকিগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-৯ ।