![](https://www.sylheterbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিলেটের বালাগঞ্জের গহরপুরে নিজেদের নেতা নিজেরাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন শ্রমিকরা। সভাপতি পদে আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক পদে আমীর আলীকে বিজয়ী করে শ্রমিক ইউনিয়ের নেতৃত্ব হাতে তুলে দিয়েছেন ভোটাররা।
আজ বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারী ) সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তি পূর্ণ ভাবে পরিষদের সদস্য শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে ৪ টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করেন। সভাপতি পদে আব্দুল জলিল (ছাতা) ১৫৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আমির আলী (আনারস) ১৪০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিন (হেলিকপ্টার) ৮০ ভোট, সদস্য পদে ইকবাল হুসেন (চশমা) ১৩৪ ভোট, আনহার মিয়া মধু ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার মোঃ মানিক খান মোরার বাজারস্থ উপ পরিষদের কার্যালয়ে ভোট গ্রহন শেষে সন্ধায় ফলাফল ঘোষনা করেন।
উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ইকবাল আহমদ, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন কাওছার আহমদ ও আব্দুল হামিদ।