সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল থেকে তাজুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত তাজুল ধোপাগুল এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার পিপিএম।
তিনি জানান, গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্য ৭ টার দিকে ধোপাগুল এলাকার আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।