আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:১৯

কোম্পানীগঞ্জে কিশোর হত্যা: ব্রাক্ষণবাড়িয়া থেকে আসামী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৪:০২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে কিশোর হত্যা: ব্রাক্ষণবাড়িয়া থেকে আসামী গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে কিশোর হৃদয় মিয়া হত্যাকান্ডের ঘটনায় জড়িত মূল ঘাতক সাদ্দাম হোসেনকে ব্রাক্ষণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেবজো মিয়ার ছেলে। হৃদয় হত্যার পর থেকে আত্মগোপনে চলে যায় সাদ্দাম।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ প্রযুক্তি সহায়তায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাদ্দামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানাধীন নয়াগাঙ্গেরপাড় ধলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পর্যায়ে নিহত কিশোর হৃদয়ের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এসময় তারা পুলিশকে জানায় তাদের অপর বন্ধু সফরের সাথে হৃদয় কয়েকদিন ঘোরাফেরা করে। গত ১ ফেব্রুয়ারি পুলিশ হৃদয়ের বন্ধু সাদ্দাম হোসেনের নাম-ঠিকানা সংগ্রহ করে অভিযান চালালে তাকে পায়নি পুলিশ। পরে পুলিশ প্রযুক্তি সহায়তায় সাদ্দামকে ব্রাহ্মনবাড়ীয়া থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন:  করোনা রোগীদের কথা চিন্তা করে সিলেটের চার তরুণ মিলে তৈরি করলেন ভেন্টিলেটর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১