৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ক্বীনব্রিজ ও রেলস্টেশন এলাকায় পথ শিশু ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়

সিলেট নগরীতে পথশিশু, ছিন্নমূল শিশুদের একবেলা আহার করিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষরণ পরিষদের নেতৃবৃন্দ।
সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা সিলেট নগরীর ক্বীনব্রিজ ও রেলস্টেশন এলাকায় পথ শিশু ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন-কেন্দ্রিয় যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, ছাত্রনেতা আব্দুল্লাহ আল তুহিন, ছাত্রনেতা ও কবি কে.এম জুমায়েল বক্স।
উল্লেখ্য- “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষরণ পরিষদ” এর নেতৃত্বে ২০১৮ সালে চাকরী ক্ষেত্রে বৈষম্য নিরসনে সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলন সংগঠিত হয়।