
সিলেট নগরীর চৌহাট্রা থেকে গুলিভর্তি শর্টগানসহ আটক যুবকের পরিচয় মিলেছে।
আজ বুধবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চৌহাট্রায় ফুটপাত নিয়ে শ্রমিক-সিসিক সংঘর্ষের সময় লাল টিশার্ট পরিহিত এক যুবকককে শর্টগানসহ আটক করা হয়।
তার নাম ফয়ছল আহমদ ফাহাদ। তিনি সিলেট মহানগরস্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এবং কাউন্সিলর আফতাব হোসেন এর বলয়ের বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফাহাদ।
তিন জানান, পুলিশ বাদী তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করবে।