
শ্রমিক-সিসিক কর্মচারীদের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিয়েছে সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্ট।
ইট-পাটকেলে চলছে ধাওয়া পালটা ধাওয়া। ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। বাড়ানো হয়েছে ফোর্স।
আজ বুধবার (১৭ফেব্রুয়ারি) এ ঘটনাটির সূত্রপাত ঘটলেও বেলা সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সংঘর্ষে অংশ নেওয়া এক যুবককে গুলিভর্তি বন্ধুকসহ পুলিশ আটক করেছে। তবে আটককৃত যুবক শ্রমিক নাকি সিসিক কর্মচারীর পক্ষের তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি৷
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ এর মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
জানা যায়, ফুটপাত দখল নিয়ে শ্রমিকদের সাথে সিসিক কর্মচারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।