
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত নূর হোসেন জালালাবাদ থানার ভগতিপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
তিনি জানান, জালালাবাদ থানার জিডি নং-৬৪৮, তাং-১৬ ফেব্রুয়ারি মূলে এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জালালাবাদ থানার মামলা নং-১৬, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) এর এজাহারনামীয় এই আসামীকে গ্র্রফতার করেন।