সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ট্রাক পড়ে চালক-হেলপার নিহত হয়েছেন।
নিহতরা হলেন, গোয়াইনঘাটের নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে ট্রাক চালক মো. রাসেল আহমদ (৩০) ও তার সহকারী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুর রহমান (২৮)।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার দরবস্তবাজারের পাশে দামড়ির ব্রিজেই এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ভোর ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা তামাবিলগামী একটি ড্রাম ট্রাক দরবস্ত ইউনিয়নের দামড়ির ব্রীজে উঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রীজের নিচে নদীতে পড়ে দমড়ে মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক ও তার সহকারী দুজন নিহত হন।
জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা তামাবিলগামী একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১০০০) দামড়ির ব্রীজে উঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে নদীতে পড়ে যায়। এসময় ওই ট্রাকে থাকা চালক ও তার সহকারী দুই জন ঘটনাস্থলেই মারা যান।