আল্লামা কাসেমী রাহ. স্মরণে কাতার জমিয়তের আন্তর্জাতিক লাইভ সেমিনার সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রাহ. স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক লাইভ সেমিনার সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)রাতে ভার্চুয়াল জুম ভিডিওর মাধ্যমে অনুষ্ঠিত হয় এ সেমিনার।
কাতার কেন্দ্রীয় জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল আবু আফিফা আতিকুর রাহমান ও অর্থ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত লাইভ সেমিনারে প্রধান অতিথির আলোচনা রাখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ, প্রিন্সিপাল এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা রাখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র যুগ্ন মহাসচিব, ঢাকা আরজাবাদ মাদ্রাসার মহাপরিচালক মাওলানা বাহা উদ্দীন যাকারিয়ী কাসেমী।
কাতার জমিয়ত নেতা হাফেজ মাওলানা মিযানুর রহমান খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে কাতার কেন্দ্রীয় জমিয়তের সহসাধারণ সম্পাদক ও কাতার জমিয়ত আবু হামুর শাখার সাধারন সম্পাদক হাফেজ আজমাতুল্লাহ’র তারানা পরিবেশনের মাধ্যমে সেমিনারের মূল পর্ব শুরু হয়।
এতে বিশেষ আলোচক হিসেবে রাহবারে মিল্লাত, জমিয়ত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রাহ. এর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুফতি নাসিরুদ্দীন খান, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর জমিয়তের সহসাধারণ সম্পাদক ও ঢাকা ইসলামভাগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট প্রাবন্ধিক মাওলানা উমর আলী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।
কাতার কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারে অংশগ্রহণকারী প্রবাসী জমিয়তের বিভিন্ন শাখা কমিটির গুরুত্বপুর্ন দায়িত্বশীলদের আলোচনা শুরু হলে বিশেষ আলোচকদের মধ্যে আলচনা পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুযযামান, সৌদি আরব জমিয়তের সভাপতি মাওলানা মুহিউদ্দীন রাগিবী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, উমান জমিয়তের সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালীম সাতবাকী, আরব আমিরাত জমিয়তের সভাপতি মাওলানা জহীর উদ্দীন দরবস্তী, আমেরিকা জমিয়তের প্রতিনিধি মাওলানা সাহেদ আমদ, মাওলানা ফাহিম আহমদসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল প্রবাসী শাখার অনেক নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন-জমিয়তের রাজনীতিতে আল্লামা নূর হোসাইন কাসেমী রাহ. সেরাদের সেরা এবং এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর মাধ্যমে বাংলাদেশ জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে যে স্প্রিট ও গতি সঞ্চারিত হয়েছে তা সকল জমিয়ত কর্মী ধরে রাখতে পারলে অচিরেই জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে জমিয়ত একটি আলোচিত দলে উপনিত হতে সক্ষম হবে ইনশা-আল্লাহ।
এ ছাড়াও উক্ত ভার্চুয়াল সেমিনারে স্বরব অংশগ্রহন করেন- ইউরোপ জমিয়ত হতে মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাউসুফ আহমদ, যুগ্ন মহাসচিব মাওলানা মামনুন মুহিউদ্দীন, ট্রেজারার মাওলানা জসীম উদ্দীন, সহ সম্পাদক আলহাজ্ব জামিল বদরুল, এম. জাকারিয়া আহমদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, ইউকে জমিয়ত হতে যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, উমান জমিয়ত হতে কেন্দ্রীয় সভাপতি মাওলানা রশীদ আহমদ, সহ সভাপতি মাওলানা রেজাউল করীম, প্রশিক্ষন সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, আরব আমিরাত জমিয়ত হতে সহ সভাপতি মাওলানা আব্দুশ শহীদ তাপাদার, সহ সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আহাদ আল আতিক ও হাফেজ মাওলানা শামসুদ্দীন, কুয়েত জমিয়ত হতে মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা শাকিল আহমদ, সৌদি জমিয়ত হতে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা হারীস উদ্দীন, জয়েন সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল উদ্দীন, সহ মাওলানা আসআদ আহমদ, বদরুল হক শাহবাগী, মাওলানা আব্দুল কুদ্দুস নাজমুল, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আব্দুর আবদুর রহমান আজমী, মাওলানা আল আমীনআস সাদিক, মাওলানা আলী হোসেন, মাওলানা বদর উদ্দীন কামরান, মাওলানা মিজানুর রহমান খান, মাওলানা লুৎফুর রহমান লস্কর, মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাওলানা সুলাইমান আহমদ, মাওলানা সালমান বিন বিলাল, মালদিপ জমিয়ত হতে মাওলানা জাকারিয়া আহমেদসহ প্রবাসী জমিয়তের প্রায় ১৫ টি দেশ এবং শাখা ও প্রশাখার গুরুত্বপুর্ণ নেতারা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দসহ এর অনুসারী পৃথিবীর প্রায় সকল শাখা কমিটির প্রধান সারির নেতাদের অংশগ্রহণমুলক প্রানবন্ত এই সেমিনারের আয়োজক শাখা জমিয়তে উলামায়ে ইসলাম কাতার ও তৎসংশ্লিষ্ট বিভিন্ন শাখা কমিটির প্রথম সারির নেতাদের মাঝে যারা অংশগ্রহণ করেন তাদের মাধ্য উল্লেখযোগ্য- কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আবুল কাসেম কাসেমী, যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ নূরী, মাওলানা ফারুক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুকাররাম হুসাইন, মাওলানা তাজ উদ্দীন, হাফেজ সালমান মাহমুদ, প্রচার সম্পাদক এম. আবু বকর সাদী, সহ প্রচার সম্পাদক এম. ফয়সল আহমদ, সহ আর্থ সম্পাদক মাওলানা আখতার হুসাইন, সহ পশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক কারি মাওলানা রায়হান আল মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা জাহাঙ্গির হুসাইনসহ কাতার জমিয়ত দুহা সিটি শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকরাম হুসাইন।
পরিশেষে সেমিনার অনুষ্ঠানের সভাপতি ও কাতার জমিয়ত কেদ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা জসীম উদ্দীন’র সমাপনি বক্তব্য এবং তাঁর অনুরোধক্রমে আরব আমিরাত জমিয়তের সভাপতি মাওলানা জহীর উদ্দীন দরবস্তির দোআর মাধ্যমে সেমিনারের পরিসমাপ্তি হয়।