
বিএনপির প্রহসন আর একতরফা নির্বাচনের প্রতিবাদ জানিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি কর্তৃক একতরফা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
দেশের গণতন্ত্র ক্ষুন্ন করে অনুষ্ঠিত হওয়া প্রহসনের এই নির্বাচনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে সোমবার দুপুর ১২টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মহানগর আওয়ামী লীগের মিছিল বের হবে।
এতে মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অংশ গ্রহণ করতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন অনুরোধ জানিয়েছেন।