আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৯:০৬

ভার্থখলার হোটেল অভি থেকে ৯ নারী-পুরুষ আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:২৯ অপরাহ্ণ
ভার্থখলার হোটেল অভি থেকে ৯ নারী-পুরুষ আটক

ভার্থখলার হোটেল অভি থেকে ৯ নারী-পুরুষ আটক

সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলার অভি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের বাঘবর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), সিলেটের জৈন্তাপুরের গুচ্চগ্রামের আব্দুল সবুরের ছেলে ফখরুল ইসলাম (২৪),মৌলভীবাজারের জুড়ী উপজেলার বদিটিল্লার মৃত সুনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৪৫), সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইদনপুরের মৃত গেদা মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩০), দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের আসাদ মিয়ার ছেলে হাসান (২২), সদর উপজেলার নবীনগর গ্রামের শ্রী শ্যামল (৪০) ও তিন জন নারীসহ মোট ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এএসআই বুরহান উদ্দিন, এএসআই সঞ্জয় কুমার দে, নারী কনস্টেবল হেনা আক্তার সহ সঙ্গীয় ফোর্সেদের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ অভি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:  করোনার উপস্বর্গ কেড়ে নিল নিয়ে গোলাপগঞ্জের বৃদ্ধের প্রাণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১