
আগুনে পুড়ে সৌদিআরবে ৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা চট্রগ্রাম ও কক্সবাজারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উহুদ পাহাড়ের সন্নিকটে আল-খলিল এলাকায় সোফা কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসিন হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
নিহতদের মধ্যে কক্সবাজারের টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন রয়েছেন। এদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই নিজাম ও আরাফাত।
মোহাম্মদ মহসিন জানান, এ ঘটনা বেশ কয়েকজন আহতও হয়েছেন। মরদেহগুলো মদিনার একটি হাসপাতালে রাখা আছে। শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন।