
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় যোগ দিয়েছে সিলেট মহানগর যুবলীগ।
আজ বুধবার অনলাইন এই ভার্চুয়াল সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার যোগ দেন।
এসময় মহানগর যুবলীগের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় ভার্চুয়াল এই সভাটি অনুষ্ঠিত হয়।