
সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে আজির উদ্দিন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত আজির উদ্দিন কানাইঘাটের গাজীপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।
তিনি জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাইপগান সদৃশ বস্তু ও ৬ রাউন্ড কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আজির উদ্দিনকে গ্রেফতার করেছে। এরপর তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।