
সিলেটে যুবলীগ নেতাদের মাঝে প্রথম ভ্যাকসিন নিয়েছেন মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে রোধে প্রথম সারির যোদ্ধা যুবলীগ নেতা মুশফিক জায়গীরদার।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনার টিকাদান কেন্দ্রে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এই ভ্যাকসিন গ্রহণ করেন।
এ ব্যাপারে মুশফিক জায়গীরদার বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বদা দেশ ও দশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত রয়েছে। তিনি যুবলীগের নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান।
প্রসঙ্গত, মহামারী করোনা ভাইরাসের প্রার্দূভাবের সূচনালগ্নে প্রথম দিকে যখন দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয় তখন যুবলীগ নেতা মুশফিক জায়গীরদারই প্রথমে উদ্যোগ নেন অসহায়দের পাশে দাঁড়াবার।
সেই লক্ষে প্রথমেই সিলেট নগরীর সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দিবানিশি তিনি ছুটে গেছেন দরিদ্রদের কাছে। করোনার ভয়কে জয়কে মানবতার কল্যাণে এগিয়ে গিয়ে সাহসিকতার পরিচয় রাখেন তিনি।
পরে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার তারা উভয়ে মিলে মাঠে নামেন গরীবদের কল্যাণে।
রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শোকের মাস আগস্টজুড়ে ছিল যুবলীগ মহানগর এর ধারাবাহিক কর্মসূচী। মোট কথা, সিলেটে করোনার যুদ্ধারা হলেন মহানগর যুবলীগের নেতারা। তাদের ন্যায় আর কোনো সংগঠন এভাবে এগিয়ে আসেনি দরিদ্রদের কল্যাণে।