
শহরতলীর মেজরটিলা নুরপুর আবাসিক এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওমর ফারুক নামের একজন আটক করেছে পুলিশ।
ধৃত ওমর ফারুক একই এলাকার আরজু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শাহপরান (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সিলেটের বার্তাকে বলেন, এ ঘটনায় কিশোরীর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ধারায় মামলা (০৪) দায়ের করা হয়েছে।