
গলায় ফাঁস দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত শিক্ষার্থীর নাম তাওহিদুল আলম প্রত্যয় (২)। তিনি মাগুরা জেলার মাহমুদপুর গ্রামের এস এম জাহিদুল আলমের ছেলে এবং জালালাবাদ থানাধীন টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া নয়াবাজারস্থ স্বপ্নীল সুপার মার্কেট এর ২য় তলা ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি নিজ ভাড়াটে বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
তাওহিদুল আলম প্রত্যয় শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান শাখার (রেজিঃ নম্বর-২০১৭১৩২০২০) ৩য় বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র।