
১৩৬ জন যাত্রী নিয়ে লন্ড থেকে বিমান এসেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ১৩৬ জন যাত্রী নিয়ে ওসমানী বিমান বন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. ফারুক আলম।
তিনি জানান, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে ১৩৬ জন যাত্রী নামিয়ে দিয়ে ৪৩ জন প্রবাসী নিয়ে সে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
এদিকে, প্রবাসীরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষ মেডিকেল টিম। পরে তাদের কড়া নিরাপত্তায় ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেলগুলোতে নিয়ে যাওয়া হয়।