
স্ত্রী-সন্তান নিয়ে নগরীর কাজলশাহ’র সাবেল আহমদ এসেছেন জিন্দাবাজারের মিতালী ম্যানশনে শপিং করতে।
মোটরসাইকেল পাকিং করেন তিনি সড়কে। হঠাৎ আকষ্কিকভাবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নিয়ে গেলেন ওই বাইক চালকের হেলমেট।
এমন অভিযোগ তুলেছেন সাবেল আহমদ (৩৬) নামে এক ব্যক্তি। তিনি নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় মিতালী ম্যানশনের সামনে মোটরসাইকেল পার্কিং করে স্ত্রী-সন্তান নিয়ে মার্কেটে সাবেল আহমদ। এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মোটরসাইকেলে রাখা হেলমেট নিয়ে যান বলে জানান ভুক্তভোগী ব্যক্তি। মেয়রের এমন কান্ডে হেলমেট ফিরিয়ে দিতে স্ত্রী সন্তানসহ চৌহাট্টায় অবস্থান করেন তিনি। এছাড়াও সিসিক মেয়র আরও কয়েকটি বাইক থেকে হেলমেট নিয়ে যান বলে জানান আরও কয়েকজন ভুক্তভোগী।
এরিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে তাকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি সিদ্ধান্তে অনঢ় থেকে সেখানে অবস্থান করছেন। হেলমেট ফিরে না পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন বলে জানান।