
সিলেট নগরীর শাহী ঈদগাহে গলায় ছুড়ি ধরে এক ব্যক্তির কাছ থেকে ৫০০ টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৯ ছিনতাইকারী।
আজ বৃহস্পতিবার (০৪ফেব্রুয়ারি) খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে পুলিশ হাতেনাতে এদের আটক করে।
বিষয়টি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
গ্রেফতারকৃত ছিনতাইকারী হলোঃ ১। রিফাত হাসান (২০), পিতা-মৃত সুজন মিয়া, মাতা-রুমানা বেগম, সাং-আদিনাবাদ, কাপন, পোঃ চারখাই, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, বর্তমান-কলবাখানী, চাসনি পীর রোড, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
২। সাইমান ইসলাম সাব্বির (১৯), পিতা-ইলিয়াস হোসেন, মাতা-শাহেনা বেগম, সাং-শাহী ঈদগাহ, ধানসিড়ি বাসা নং ৩১ (পুরাতন বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৩। সোহেব আহমেদ (১৮), পিতা-মৃত দুলাল আহমেদ, মাতা-মোছাঃ মায়া বেগম, স্থায়ী ঠিকানা-মাইজদী, থানা- মাইজদী, জেলা-নোয়াখালী, বর্তমান ঠিকানা-কাজীটুলা, লোহারপাড়া, কাশেম মিয়ার বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৪। মোঃ জুমেল আহমদ (১৯), পিতা-জহিরুল ইসলাম, মাতা-লিমা বেগম, সাং- খাস্তবীর, বন্ধন জি-২৮, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
৫। মোঃ সারোয়ার সিদ্দিকী (২০), পিতা- মোঃ আব্দুল আহাদ, মাতা- সৈয়দা রোকেয়া সুলতানা, স্ত্রী-তাহমিনা আক্তার, সাং-শাহী ঈদগাহ, ধানসিড়ি-১ খাতুন মঞ্জিল, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৬। মোঃ শাহ আলম (১৯), পিতা- মজনু মিয়া, মাতা মোছাঃ নেহার বেগম, সাং-মধ্যপুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান-গোয়াইপাড়া, মল্লিকা-৫২, শাহেদ মিয়ার বাসা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
৭। নাসির (১৯), পিতা-আবুল হাসেম, মাতা-নাছিমা বেগম, সাং-আমদোয়ার, কাজীবাড়ী, পোঃ-আজগড়া বাজার, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বার্তমান ঠিকানা-মিনহাজ মিয়ার স্বর্ণের দোকান, মসজিদ মার্কেট বন্দরবাজার প্রজত্নে টাউন বর্ডিং লালদিঘীর পাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৮। হারুনুল ইসলাম (২৯), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-হামিদা বেগম, গ্রাম-ধুলিয়াখাল মাহমুদপুর, পোঃ অফিস- ফকিরাবাদ, থানা-শায়েস্থাগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান-অন্তরঙ্গ ৬৮/৩, উত্তর কাজীটুলা সৈয়দ ভবন, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
৯। মোঃ রেমন @ রিমন (৩০), পিতা-ইউসুফ আলী, মাতা-মোছাঃ দেলোয়ারা, স্ত্রী-রাবেয়া, গ্রাম-খিলা, পোঃ-নুনের শহর, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজীটুলা, বাসা নং-১৮, মহসিন মিয়ার বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
এসএমপি সূত্র জানায়, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ সঙ্গীয় এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম ও অফিসার ফোর্সদের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯জন ছিনতাইকারীকে ধৃত করেন এবং ছিনতাইকৃত মোবাইল, নগদ ৫০০/-টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করেন।
সিলেট