
মৌলভীবাজারের কুলাউড়া থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এক নারী আসামীকে আটক করেছে র্যাব।
আটক রাবিয়া বেগম (২৫) কুলাউড়ার থানার মুকন্দপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
বিষয়টি আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি)র্যাব-৯’র মিডিয়া অফিসার এ এসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
র্যাব-৯’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মামলা নং- ০১/২১ তারিখ ০৩ ফেব্র“য়ারি ২০২১ ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রাবেয়া বেগমকে গ্রেফতার করা হয়।