
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্ত হয় ১২ জনের করোনা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আক্বাস আলী জানান, শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের সকলেই সিলেট জেলার বলেও জানান তিনি।