আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৩০

সিলেটে আরও ১২ জন করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১, ১২:০৬ পূর্বাহ্ণ
সিলেটে আরও ১২ জন করোনায় আক্রান্ত

আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনাক্ত হয় ১২ জনের করোনা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আক্বাস আলী জানান, শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের সকলেই সিলেট জেলার বলেও জানান তিনি।

আরও পড়ুন:  হুমায়ূন রশীদ চত্বরে মদের ব্যবসা, আটক ৩

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১