আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০২

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১, ০৩:৪৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

মৌলভীবাজারে সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী প্রচার-প্রচারণায় বাঁধাসহ কর্মী-সমর্থকদের উপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান।

 

আজ বৃহস্পতিবার (২৮জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে তিনি এ দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট ফয়জুল করিম ময়ুন, বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অলিউর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শেষে শাহ মোস্তফা সড়কে গতকাল দুপুরে নেতাকর্মীরা বসে চা খাওয়া অবস্থায় যুবলীগ ও ছাত্রলীগের চিহিৃত সন্ত্রাসীরা তাদের উপর আক্রমন করে ৮-১০ জনকে আহত করে।

এবিষয়ে তারা রিটাণিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্ঠিরও দাবী জানান। শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন বলেও ঘোষণা দেন তারা।

আরও পড়ুন:  ‘নৌকাতে এসেছে স্বাধীনতা, নৌকাই গড়বে স্মার্ট বাংলাদেশ’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১