আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:২৩

পুতিনকে কেন সতর্ক করলেন বাইডেন?

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১, ০২:৫৮ অপরাহ্ণ
পুতিনকে কেন সতর্ক করলেন বাইডেন?

ভ্লাদিমির পুতিনকে ও জো বাইডেন। ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু কেন? শপথ নেয়ার পরই প্রথম ফোনালাপে কেনই বা পুতিনকে সতর্ক করলেন তিনি।

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে পুতিনকে সতর্ক করেন বাইডেন।

বুধবার (২৭ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

ওই ফোনালাপে রাশিয়ায় চলমান পুতিনবিরোধী বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার শেষ পরমাণু অস্ত্র চুক্তির বিষয়ে কথা হয়।

রাশিয়া এক বিবৃতিতে জানায়, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র শক্তির ক্ষতি হলে, সে ব্যাপারে কঠোর অবস্থান নেবে দেশটি।

তবে, দু’পক্ষ থেকেই বলা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন:  ১০০ প্রভাবশালীর তালিকায় মোল্লা বারাদার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১