আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫৩

লন্ডনে করোনায় মারা গেলেন সিলেটি দুই ভাই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২১, ০৮:৪১ অপরাহ্ণ
লন্ডনে করোনায় মারা গেলেন সিলেটি দুই ভাই

লন্ডনে একদিনের ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটি আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তারা হলেন-সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শেখ ময়নুর রহমান বাদশা মিয়া (৬৭) ও শেখ একবালুর রহমান বাহার মিয়া (৫০)।

জানা যায়, দু’জনের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন বাদশা মিয়া। এর কয়েকদিনের মধ্যে আক্রান্ত হন বাহার মিয়া। দুজনকেই লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মারা যান বাদশা মিয়া।রোববার বাহার মিয়ার মৃত্যু হয়।

বাদশা ও বাহারের ফুফাতো ভাই শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী লন্ডনেই তাদের দাফন করা হবে।’

আরও পড়ুন:  সিলেটের ৩ আলেমের জায়গা হলো হেফাজতের নতুন কমিটিতে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১