আজ রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৯

মৌলভীবাজারে চা বাগান শ্রমিকদের পাশে শাবি স্বপ্নোত্থান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ০৫:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে চা বাগান শ্রমিকদের পাশে শাবি স্বপ্নোত্থান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের দেশ মৌলভীবাজারে। সেখানকার চা বাগানে কর্মরত শ্রমিকদের পাশে উষ্ণতা নিয়ে পাশে দাঁড়িয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নোত্থান।

কুলাউড়া উপজেলার দিলদারপুর টি এস্টেটের ১০০টি পরিবারকে কম্বল বিতরণ ও ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’।

২২ জানুয়ারি (শুক্রবার) বিকালে সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পণ সিংহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শীতবস্ত্র বিতরণের এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবছরও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর জন্য ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২০’ আয়োজনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিলদারপুর টি এস্টেটে প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে নতুন কম্বল বিতরন এবং প্রায় ৬০০ জন চা শ্রমিকের মাঝে সংগ্রহকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া শীঘ্রই ২য় ধাপে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।

শীতবস্ত্র বিতরণ নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, ‘স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে প্রতিবছরের এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের বাকি অনুষ্ঠানগুলোর মতো এ অনুষ্ঠানেও সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সহযোগিতায় আমরা প্রথম ধাপের বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামীতে এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি’

স্বপ্নোত্থানের সভাপতি মো. মোছাদ্দেক হাসান জানান, ‘করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও সকলের সহযোগিতায় আমরা এবারের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে না পারলেও, অনেকে নিজ উদ্যোগে ভার্সিটি গেটে রাখা আমাদের উষ্ণতার অভিযান বাক্সে কাপড়গুলো পৌঁছে দিয়ছেন। স্বপ্নোত্থানের এই আয়োজনে পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায়, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। এরই অংশ হিসেবে প্রতিবেছরের ন্যায় এবছরও দীর্ঘ একমাস ধরে সিলেট শহর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতবস্ত্র সংগ্রহ করে করে সংগঠনটি। পাশাপাশি শীতবস্ত্র বিতরণের জন্য সংগঠনটির পক্ষ থেকে চ্যারিটি অর্থ সংগ্রহ করা হয়।

আরও পড়ুন:  শাবির হলে উঠতে দেখাতে হবে টিকা ও আইডিকার্ড

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১