
সিলেটের ওসমানীনগর থেকে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অজ্ঞাত এই বৃদ্ধের পরিচয় জানতে গণমাধ্যমে ছবিসহ সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ওসমানীনগর থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত কর ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, ওসমানীনগর থানা এলাকার মন্ডলকাপন চকেরবন্ধে এক বৃদ্ধের লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে পুলিশ এখনও লাশের পরিচয় নিশ্চিত হতে পারেনি।