আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ৩:০২

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র: করোনায় প্রাণ গেল ৪ লাখেরও বেশী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১, ০৩:১৩ অপরাহ্ণ
মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র: করোনায় প্রাণ গেল ৪ লাখেরও বেশী

মহামারী করোনা ভাইরাসে বিধ্বস্ত পুরো যুক্তরাষ্ট্র। প্রতিদিন হু হু করে বাড়তেই আছে মৃত্যুর মিছিল। বর্তমানে সারাবিশ্বের মাঝে করোনায় প্রাণহানীতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এ পর্যন্ত মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখেরও বেশী।
বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে অবস্থানকারী দেশ এখন যুক্তরাষ্ট্র। গত ক্রিসমাসের পর থেকেই মৃত্যুর সংখ্যা আমেরিকাতে অনেক বেশি বেড়েছে। খবর রয়টার্সের।

গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৬৩ হাজার ৭৯৩ জন মানুষ মারা গেছেন। অথচ ক্রিসমাসের আগের তিন সপ্তাহ মৃত্যুর সংখ্যা ছিল ৫২ হাজার ৭১৫।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু ২১ শতাংশ বেড়েছে। এর মধ্যে শুধু একদিনেই যুক্তরাষ্ট্রে মারা গেছেন চার হাজার মানুষ।

ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, টেক্সাস ও ওয়াশিংটনসহ ১৮ অঙ্গরাজ্যে চলতি জানুয়ারি মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া মঙ্গলবার দেশটিতে এক লাখ ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:  সিলেটে ১০ জনের করোনা শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০