আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫২

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে গেল ট্রাক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১, ০২:৩২ অপরাহ্ণ
হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে গেল ট্রাক

হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে একটি ট্রাক ঢুকে যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২০ জানুয়ারি) ভোরে আঞ্চলিক সড়কের নবীগঞ্জ পৌরসভার আক্রমপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বসতঘরে ঘুমিয়ে থাকা মা-মেয়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন- আক্রমপুর গ্রামের বাসিন্দার নিশু মালাকারের স্ত্রী উজ্জলা মালাকার (৩৫) ও তার মেয়ে প্রমি মালাকার (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে নবীগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার আক্রমপুর নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম মাহবুব চৌধুরী বসত ঘরে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট -১৮ ৫৬ ৮৭।

প্রতক্ষ্যদর্শী নিশু মালাকার জানান, এ এম এল মাহবুব চৌধুরীর বাড়িতে দীর্ঘ দিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছেন। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেননা। সকালে দূর্ঘটনার কথা জানতে পেরে বাড়িতে এসে দেখেন ঘরের প্রায় সব আসবাপত্র ভাংচুর হয়েগেছে ও তার স্ত্রী সন্তান আহত। তিনি ক্ষতিপূরণসহ অদক্ষ চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদার একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। পরে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  এবার সিলেটের সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১