আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি, রাত ৮:৫৮

তেলিবাজার থেকে তীর শিলংয়ের ২ এজেন্ট গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১, ০২:০০ অপরাহ্ণ
তেলিবাজার থেকে তীর শিলংয়ের ২ এজেন্ট গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার থেকে তীর শিলংয়ের দুই এজেন্টকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমার আহমদপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে কবির আহমদ (২৯) ও একই এলাকার মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুর রশিদ ওরফে কালা(৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দক্ষিণ সুরমার তেলীবাজারে অভিযান চালিয়ে শিলং তীরের ২ এজেন্টকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৩ হাজার ৯৯০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় জুয়া আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন:  দক্ষিণ সুরমায় পুলিশের খাঁচায় মাদক সম্রাজ্ঞী নাজু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১