আজ সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১০:২৭

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও শিরণি বিতরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ০১:৪৪ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও শিরণি বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও শিরণি বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সিলেটের হযরত শাহজালাল রহ. দরগাহ মাজারে অসহায় ও দুস্থদের মাঝে শিরণি বিতরণ করা হয়েছে।

শিরণি বিতরণ শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত শিরণি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি ফাত্তাহ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল ও মাহবুব চৌধুরী, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, যুববিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, বিএনপি নেতা শেখ মো: ইলিয়াস আলী, উজ্জল রঞ্জন চন্দ, সাইদুর রহমান বুদুরি, নজির হোসেন, এম মখলিছ খান, জিয়াউর রহমান দিপন, জাবেদুল ইসলাম দিদার, নাজিম উদ্দিন, সোহেল আহমদ, খালেদ আকবর চৌধুরী, যুবদল নেতা লুৎফুর রহমান, বেলায়েত হোসেন মোহন, মঞ্জুর হোসেন মঞ্জু, জুয়েল আহমদ জুবের, সেলিম আহমদ সেলু, রহিম উদ্দিন, বাবুল হোসেন হৃদয়, জুনেদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এম এ হাসিব ও সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ছাত্রদল নেতা রাজন আচার্য্য, দুলাল আহমদ, সৈয়দুর রহমান ও নকিব খান প্রমূখ।

আরও পড়ুন:  গোয়াইনঘাটে হাওর দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ২৭

কর্মসুচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। কর্মসুচীর মধ্যে মঙ্গলবার সকাল ১১টায় দরগাহে হযরত শাহজালাল (র.) মাজারপ্রাঙ্গনে অসহায় ও দুস্থদের মাঝে শিরণী বিতরণ করা হবে।

এদিকে বাদ জোহর শাহজালাল (র.) দরগা মসজিদে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১