
ফেন্সিডিলের চালানসহ সিলেটের গোয়াইনঘাটে দুই মাদক ব্যবসায়ীকে আাটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের আবু বক্করের ছেলে রাজন মিয়া ও গোয়াইনঘাটের তোয়াকুল ফুলতৈলছগাম গ্রামের মানিক মিয়ার ছেলে জাহিদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।
তিনি জানান, গতকাল সোমবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মহি উদ্দিনের নেতৃত্বে উপজেলার ৭নং নন্দিরগাও নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেফতারে সক্ষম হয়।
ওসি আব্দুল আহাদ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট থানা এলাকা গড়ে তুলতে সিলেট পুলিশ সুপারের কঠোর নির্দেশনা পালনে টিম গোয়াইনঘাট থানা কাজ করে যাচ্ছে।