
নির্বাচন পরবর্তী সহিংসতা দেখা দিয়েছে মৌলভীবাজারে।
জেলার কুলাউড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যুবলীগের ঘরানায় হামলার ঘটনা ঘটেছে।
নিজ দলের ক্যাডারদের কোপে মারাত্মকভাবে আহত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ আহমদ।
জানা যায়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বক্সের নেতৃত্বে ১৫/১৬ জনের একদল ক্যাডার বাহিনী এ হামলা চালায়
আহতের ছোট ভাই ইকবাল হোসেন কয়েস জানান, গতকাল নির্বাচনের দিন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল বক্সের নেতৃত্বে জগ মার্কার প্রার্থী শাহজাহানের পক্ষে কাজ করেন।
এ নিয়ে ৪ নাম্বার সেন্টারে সবুজের সাথে কথাকাটাকাটি হলে সে বলে নির্বাচনের পরে দেখে নিবে। আজ দুপুরে সবুজ উছলাপাড়া তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্সে বসেছিলেন।
এসময় কামরুল বক্সের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল অতর্কিতে রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। আক্রমনে সবুজের পিঠে মাথায়, পেটে ও হাতের আঙ্গুলে আঘাত লেগে কেটে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শহরে এনিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জানান, এ বিষয়ে সবুজের বড় ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।